
মোঃ সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি ঃপ গড়ের তেঁতুলিয়ায় মিন্টু (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে লাশ ময়নাতদন্তের জন্য প গড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।তেঁতুলিয়া মডেল থানা পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের মাগুরা এলাকায় এ ঘটনাটি ঘটে।নিহত মিন্টু ওই এলাকার ফজল হকের ছেলে।
তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক।স্থানীয়দের বরাত দিয়ে থানা পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ জানান, গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে মিন্টুর মা বাড়ির বাইরে যাওয়াতে মিন্টু বাড়িতেই ছিলেন। সন্ধ্যায় তার মা বাড়িতে ফিরে ছেলেকে বিছানার পাশে মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। এসময় স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মিন্টুকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এসময় সেখানকার চিকিৎসক মিন্টুকে মৃত ঘোষণা করেন।
এদিকে, খবর পেয়ে রাতেই থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশ উদ্ধার করেছে।পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মিন্টুর যুবকের মাথার পেছনে আঘাতের চিহ্ন ও গলায় হালকা রশির দাগ পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য প গড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।