
২২ সেপ্টেম্বর ২০২০ খ্রিঃ বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষ বরিশালে গুরুত্বপূর্ণ মামলার বিষয়ে নির্দেশনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি জনাব প্রলয় চিসিম।
সভায় পেশাদারিত্বের সাথে নিষ্পত্তিযোগ্য মামলার যথাযথ তদন্ত দ্রুততম সময়ে করার জন্য নির্দেশ প্রদান করেন।মানবাধিকারের বিষয়ে আরও সজাগ দৃষ্টি রেখে, মামলার ঘটনায় জড়িত নয় এমন কেউ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অধিক গুরুত্ব আরোপ করেন।
এসময়ে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার বিএমপি দক্ষিণ জনাব মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা, উপ-পুলিশ কমিশনার বিএমপি উত্তর জনাব মোঃ খাইরুল আলম, উপ-পুলিশ কমিশনার বিএমপি ডিবি জনাব মোঃ মনজুরুল করীম পিপিএম বার সহ অন্যান্য অফিসারবৃন্দ।