কাজী মুরাদ গাছুয়া আঃ কাদের মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০ | আপডেট: ১০:০৩:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০

মুলাদী প্রতিনিধি ॥
মুলাদী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী মোঃ মুরাদ হোসেন উপজেলার গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড বরিশাল এর বিদ্যালয় পরিদর্শকের ২১ সেপ্টেম্বর স্বাক্ষরিত একপত্রে কাজী মোঃ মুরাদ হোসেনকে গাছুয়া আঃ কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত করেন।

৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন পদাধিকার বলে সদস্য সচিব প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দীন, বরিশাল জেলা শিক্ষা অফিসার মনোনীত শিক্ষক সদস্য মোঃ মনিরুল হাসান, জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার মনোনীত অভিভাবক সদস্য আব্দুল হালিম। নবগঠিত কমিটি ২১ সেপ্টেম্বর হতে পরবর্তী ৬ মাস কার্যকর থাকবে বলে পত্রে উল্লেখ করা হয়।

Print Friendly, PDF & Email