গাবতলী কাগইলে হতদরিদ্রদের মাঝে স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরন

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০ | আপডেট: ২:৫৩:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০

আল আমিন মন্ডল (বগুড়া) ঃ খাদ্য অধিদপ্তর এর খাদ্যবান্ধব কর্মসূচী আওতায় গতকাল সোমবার বগুড়ার গাবতলী কাগইল বাজারে হত দরিদ্রদের মাঝে স্বল্পমূল্যে খাদ্যশস্য

(প্রতিকেজী ১০টাকা মূল্যে) চাল বিতরন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন খাদ্যশস্য বিতরনে দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাহাদৎ হোসেন, গাবতলী পৌর যুবলীগ এর সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম পিপুল, ডিলার আবুজার গাফফারী, ব্যবসায়ী আব্দুল বারী, রাকিবুল হাসান প্রমূখ।

উল্লেখ্য, কাগইল বাজারে ডিলার আবুজার গাফফারী নিকট থেকে মোট ৫৩০জন ভোক্তা ১০টাকা প্রতি কেজী দরে জনপ্রতি ৩০কেজী করে চাল (খাদ্যশস্য) সংগ্রহ করতে পারবেন।

Print Friendly, PDF & Email