মধুপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০ | আপডেট: ৮:০৩:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০

হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি :

টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিদ্দিক হোসেন (৫৮) নামে এক আরোহী নিহত হয়েছেন।  রোববার (২০ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সিদ্দিক গোলাবাড়ী গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। তিনি ধান-চালের ব্যবসায়ী। স্থানীয়রা জানান, বিকালের দিকে সিদ্দিক তার মোটারসাইকেল নিয়ে এক মিল থেকে আরেক মিলে যাচ্ছিলেন। পথে গোলাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন সিদ্দিক। স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

 

তার অবস্থার আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে প্রেরণ করেন। পরে মমেক হাসপাতালে নেওয়ার পর সিদ্দিককে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।

নিতহতের ছোট ভাই রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email