নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব নির্বাচনে টিটু ও লিংকনের দাপুটে জয়

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০ | আপডেট: ২:৪০:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০

স্টাফ রিপোর্টারঃ

অবশেষে স্বাস্থ্যবিধি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শেষ হলো নারায়ণগঞ্জেরসাংবাদিকদের প্রাণের সংগঠন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের নির্বাচন।শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণের মধ্য দিয়েস্বতঃস্ফুর্ততার মধ্য দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩টি পদের জন্য ৭জনপ্রতিদ্ব›িদ্বতায় অবতীর্ণ হন।

 

এতে প্রায় ৯১ ভাগ ভোটার তাদের ভোটাধিকারপ্রয়োগ করেন। প্রধাণ নির্বাচন কমিশণারের ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতিসর্বোচ্চ ২৯ ভোট পেয়ে এন এ এন টিভি’রকো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদটিটু সভাপতি ৮ ভোট কম পেয়ে তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব এশিয়ান টেলিভিশনেরনারায়ণগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমান জয়লাভে ব্যার্থ হন।সহ-সভাপতি পদেতথ্যপত্রের সম্পাদক সফিকুল ইসলাম আরজু ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন।

তারনিকটতম প্রতিদ্ব›িদ্ব দৈনিক অগ্রবাণী প্রতিদিনের উত্তম কুমার সাহা ২৪ ভোটপেয়ে পরাজিত হন। এছাড়া সাধারণ সম্পাদক পদে আনন্দ টিভি’র নারায়ণগঞ্জপ্রতিনিধি সৈয়দ সিফাত আল রহমান লিংকন ৩০ ভোট পেয়ে জয়লাভ করেন। তার চেয়ে১৮ ভোট কম পেয়ে জয় থেকে ছিঁটকে পড়েন মাই টিভি’র

Print Friendly, PDF & Email