ওসমান পরিবারের সকল সদস্যের সুস্থ্যতা কামনায় কাউন্সিলর আফজালেরর দোয়া

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০ | আপডেট: ২:৩৫:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০

স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের সহধর্মিণী বেগম পারভীন ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের  সহধীর্মণী লিপি ওসমানসহ ওসমান পরিবারের সকল সদস্যের আশু সুস্থ্যতা কামনায় শনিবার বাদ আছর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর তথা জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মোঃ আফজাল হোসেনের উদ্যোগে নবীগঞ্জ ইসলামিয়া আলীম মাদ্রাসা মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

দোয়া অনুষ্ঠানে উদ্যোক্তা ও মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি আফজাল হোসেন ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মোঃ রেদোয়ান,হাফেজ মোঃ মোস্তাফিজুর রহমান,হাজী মোঃ আইয়ুব হোসেন,হাজী মোঃআঃ রশিদ,মোঃ আনোয়ার হোসেন,য্বুসহংতির নেতা মোঃ আলী আহম্মেদ,মোঃ বাবু,মোঃ সোহেল,মোঃ কবির হোসেন প্রমুখ। এতে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ সাদেকুর রহমান।

দোয়ার মাহফিলে ওসমান পরিবারের সকল সদস্যের আশু সুস্থ্যতা এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূসহ প্রয়াত সদস্যদের বিদেহী রুহের মাগফেরাত কামনা করা হয়।

Print Friendly, PDF & Email