
সামাজিক দূরত্বের বিধিনিষেধ অগ্রাহ্য করে রাস্তায় নামেন। অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্ম’দিন পালনে। কিন্তু তা করতে গিয়ে মা’রাত্মক দুর্ঘ’টনার কবলে পড়লেন একদল বিজেপি কর্মী। হিলিয়াম ভরা বেলুন আতশবাজির আ’গুনের সংস্প’র্শে এলে বি’স্ফোরণে আ’হত হয়েছেন প্রায় ৩০ জন।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০তম জন্ম’দিনে ভা’রতের তামিলনাড়ুর চেন্নাইয়ের আমবাত্তুর এলাকায় এ ঘটনা ঘটে।
সোশ্যাল মিডিয়ায় এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই ছড়িযয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে, হিলিয়াম ভরা বেলুন ও আতশবাজি ফুটিয়ে প্রধানমন্ত্রীর জন্ম’দিন পালন করছেন একদল যুবক। কিন্তু আতশবাজি থেকে আচ’মকাই এক জনের হাতে ধ’রা বেলুনে আ’গুন লেগে যায়। মুহূর্তের মধ্যে তীব্র শব্দে বি’স্ফোরণ ঘটে। তাতে ছত্রভঙ্গ হয়ে যায় লোকজন।
তাদের মধ্যে থেকে কয়েকজন আবার প্রধানমন্ত্রীর পোস্টারের সামনে দাঁড়িয়ে তড়িঘড়ি আ’গুন নেভাতে উদ্যত হন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে পু’লিশের একটি দলও। তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এ ঘটনার পর দ্রুত স্থানীয় একটি হাসপাতা’লে নিয়ে যাওয়া হয় আ’হতদের। কিন্তু গোটা ঘটনায় প্রশ্নের মুখে স্থানীয় বিজেপি নেতৃত্ব।
করো’না পরিস্থিতিতে তামিলনাড়ুতে এই মুহূর্তে পাঁচ জনের বেশি জমায়েত নিষিদ্ধ। জন্ম’দিনে নিজেও সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখার আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। তা সত্ত্বেও প্রকাশ্য রাস্তায় ওই জমায়েতের আয়োজন হল কী’ ভাবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।