
COVID-19 দুর্যোগে ১৯ সেপ্টেম্বর ২০২০ খ্রিঃ পুনাক, বিএমপি কর্তৃক আয়োজিত পুনাক কার্যালয় বরিশালে সকাল সাড়ে এগারোটায় অসহায় দুস্থ নারীদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় পুনাক সভানেত্রী জনাব আফরোজা পারভীন।
এ-সময় তিনি বলেন, “পুনাক, বিএমপি সবসময়ই সুবিধা বঞ্চিত নারীদের পাশে আছে, থাকবে”।
এসময়ে উপস্থিত ছিলেন, পুনাক, বিএমপি দপ্তর সম্পাদিকা জনাব সিদ্দিকা (সহধর্মিণী জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর বিএমপি), সাধারণ সম্পাদিকা জনাব দিলরুবা আলম (সহধর্মিণী জনাব মোঃ খাইরুল আলম, উপ-পুলিশ কমিশনার উত্তর), উৎপাদন সম্পাদিকা সুবর্ণা আক্তার সম্পা (সহধর্মিণী জনাব খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস), পুনাক বিএমপি সদস্য জনাব তাহমিনা এ্যানি (সহধর্মিণী জনাব রেজাউল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বিএমপি, ডিবি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বিএমপি সদরদপ্তর এন্ড পিএমটি জনাব রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার ফোর্স ও কাউনিয়া জোন, বিএমপি জনাব মোঃ মাসুদ রানা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ