এবছর ‘শহরের ঠাকুর দেখুন হেঁটে নয় নেটে’

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০ | আপডেট: ৩:৫৬:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০

করোনা পরিস্থিতিতে এবছর ‘শহরের ঠাকুর দেখুন হেঁটে নয় নেটে’। উত্তর থেকে দক্ষিণ ক*লকাতার ঐতি*হ্যবাহী প্রতিমা ত্রিধারা, দেশপ্রিয় পার্ক, সঙ্ঘশ্রী, শোভা*বাজার রাজবাড়ি, বাগবাজার কিংবা হাঙ্গেরির মতো বনেদি বাড়ির পুজো, সানফ্রান্সিসকো, নিউজিল্যান্ড-জাপান বা বাংলাদেশে দেবীর আরাধনা, এক ক্লিকেই সবকিছু ভেসে উঠবে চোখের সামনে।

এখানে*ই শেষ নয়, ক্লাবে*র খুঁটিপুজো থেকে বনেদি বাড়ির সিঁদুর খেলা সবই দেখা যাবে । ঘরে বসে ভোটও দেওয়া যাবে পছন্দের প্রিয় পুজোগঙলোকে। করোনা পরিস্থিতিতে এভাবেই মণ্ডপে ভিড় না করে বাড়িতে বসে দুর্গাপুজোর ভার্চুয়াল সফ*রের সিদ্ধান্ত নিচ্ছে সার্বজনীন পুজো কমিটি। হিডকোর সহযোগিতায় এমনই অভিন*ব উদ্যোগ নিয়েছে আত্রেয়ী নির্মাণ, মিরাকি নামের দুটি সংস্থা।

বিশ্বে প্রথম*বার সব জায়গা*র দুর্গাপুজোর সংরক্ষণে*র জন্য এত বড়ো ডিজিটাল আ*র্কাইভ তৈরি হচ্ছে। এমন*টাই দাবি ওদের। দুর্গা ফেস্ট ডট কম ওয়েবসাইটে গেলেই বাঙালির সেরা উৎসবে*র ভার্চুয়াল দুনিয়ায় ঢুকে পড়তে পারা যাবে। লাইভ আরতি, সন্ধিপুজা, অঞ্জলি- যা দেখতে চাইবে*ন, তাই দেখতে পাবে*ন।

ইতি*মধ্যেই উদ্বোধনও হয়ে গিয়েছে ওয়েব*সাইটের। এখনই পা রাখতে পারেন দুর্গা পুজোর ভার্চুয়াল দুনিয়ায়। শোভা বাজার রাজ*বাড়ির পুজোর শুভারম্ভ থেকে কলকাতার বিভিন্ন ক্লাবের খুঁটিপুজো সব দেখে নিতে পারবেন।

সূত্র: ওয়ান ইন্ডিয়া

Print Friendly, PDF & Email