‘অন্যায়-অসত্যের বি’রুদ্ধে আল্লামা শফী ছিলেন আপসহীন’

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০ | আপডেট: ১২:৩৩:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০

# আল্লামা শাহ আহম’দ শফীর মৃ’ত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ পু’লিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ। শনিবার সকালে এক শোক বার্তায় এ কথা জানিয়েছে পু’লিশ সদরদপ্তর।

# শোকবার্তায় আইজিপি বলেন, আল্লামা শাহ আহম’দ শফী একজন সৎ এবং নির্ভীক আলেমে দ্বীন ছিলেন। অন্যায় ও অসত্যের বি’রুদ্ধে তার আপসহীন ভূমিকা স্ম’রণীয় হয়ে থাকবে। তিনি ম’রহু’মের বিদেহী আত্মা’র মাগফেরাতকা মনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও তার ভক্ত অনুসারীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

Print Friendly, PDF & Email