মাদারীপুরে নাছিমের জন্য সকল মসজিদে দোয়া

নাজমুল হক নাজমুল হক

ব্যাবস্থাপনা সম্পাদক

প্রকাশিত: ১:২৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০ | আপডেট: ৩:১৫:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০

মাদারীপুর পৌর শহরের ৯টি ওয়ার্ডের ১২৮ টি মসজিদে
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এর করোনামুক্তির জন্য দোয়া পড়ানো হয়েছে। শুক্রবার জুমার নামাজে তার পরিবারের পক্ষ থেকে এ দোয়া পড়ানো হয়। এছাড়াও জনপ্রিয় এ নেতার অসুস্থতার খবর শুনে তার নেতা কর্মীরা নিজ নিজ এলাকায় দোয়া মাহফিলের আয়োজন করে।
বাহাউদ্দিন নাছিমের ছোট ভাই মাদারীপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. খালিদ হোসেন ইয়াদ বলেন, মহান আল্লাহ ও দেশবাসীর কাছে নাছিম ভাইয়ের জন্য দোয়া চাই। তিনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।

উল্লেখ্যঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম করোনা আক্রান্ত।
মঙ্গলবার করোনা পরীক্ষায় তার রেজাল্ট পজিটিভ এসেছে। তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

জিএম/নাজমুল

Print Friendly, PDF & Email