শ্বশুরের মৃত্যুর শোক সইতে না পেরে পুত্রবধূর আত্মহত্যা

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০ | আপডেট: ৭:৩৬:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০

# পটুয়াখালী প্রতিনিধি: শ্বশুরের মৃত্যুর শোক সইতে না পেরে পটুয়াখালীর দশমিনায় মোসা. মিনারা বেগম (৪৮) নামে এক পুত্রবধূ গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন।

# বুধবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মো. আব্দুল করিম চৌকিদারের সহধধর্মিণী।

# নিহত মিনারা বেগমের ছেলে মো. তাহির জানান, তার নানা দীর্ঘ বছর আগে মারা গিয়েছিলেন। বিয়ের পর থেকে তিনি তার শ্বশুরকেই বাবার মত জানতেন,ভালোবাসতেন ও অসুস্থ্য থাকা অবস্থায় তার অনেক সেবা যত্ন করেছেন। তিনি একবার বলে ছিলেন তার বাবা (শ্বশুর) মারা গেলে তিনিও পরের দিন মারা যাবেন। এর মধ্যে মঙ্গলবার তার দাদা চেরাগ আলী চৌকিদার (৮৫) মারা # যান। তাহিরের ধারণা তার মা শ্বশুরের মৃত্যুর শোক সইতে না পেরে ঘটনার দিন পরিবারের সবার অগোচরে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন।

# এ বিষয় দশমিনা থানার ওসি মো. জসিম জানান, লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email