পঞ্চগড়ে ট্রাক্টর-মোটরসাইকেরের ধাক্কায় ২ কারারক্ষীর মৃত্যু।

জি এম নিউজ জি এম নিউজ

এডিটর প্যানেল

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০ | আপডেট: ৩:৩৬:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০

পঞ্চগড়ে বালি বোঝাই ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে পঞ্চগড় কেন্দ্রীয় কারাগারের উৎপল চন্দ্র রায় (২৫) ও মেহেদী হাসান মুন (২৬) নামে ২ কারারক্ষী নিহত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের রজলী খালপাড়া এলাকায় সড়কে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত মেহেদী হাসান মুন দিনাজপুরের পাবতীপুর এলাকার মোমিনুল ইসলামের ছেলে ও উৎপল চন্দ্র রায় দিনাজপুর চিরিরবন্দর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, আটোয়ারী থেকে দুজন মোটরসাইকেল যোগে পঞ্চগড় ফেরার সময় বিপরীত দিক থেকে আসা বালি বোঝাই একটি দ্রতগামী ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হয় । খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের সহযোগীতায় তাদের লাশ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আক্কাস আহম্মদ দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

Print Friendly, PDF & Email