
স্টাফ রিপোর্টারঃ
মাদারীপুর জেলার সদর থানার পুরান বাজারে অসাধু ব্যবসায়ীরা তাদের আড়তে মূল্য তালিকা বিহীন অধিক মূল্যে কাঁচামালামাল বিক্রির কার্যক্রম চালিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে সহকারি পুলিশ সুপার মাহিদুল হাসান, র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ও সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস, মাদারীপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর যৌথ অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে এ অভিযান করা হয়।
এসময় “কাজী ট্রেডার্স” আড়তের মালিক মোঃ শাহজাহান কাজীকে চার হাজার টাকা, “মেসার্স সোহাগ বানিজ্যালয়ের” মোঃ আজগর আলীকে(৪৮) তিন হাজার টাকা ও “শিকদার মসলা” আড়তের মালিক মোঃ জহিরুল ইসলামকে(৫০) পাঁচ হাজার টাকা
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক জরিমানা আদায় করা হয়।
সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, আমরা তিনটি দোকানের মালিককে মোট বারো হাজার টাকা জরিমানা করেছি। এছাড়াও তিনি ব্যবসায়ীদের ভবিষ্যতে এধরণের অপরাধ মূলক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন।
র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার তাজুল ইসলাম বলেন, অসাধু ব্যবসায়ীদের জন্য এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জিএম/হক