চট্টগ্রামে অবৈধ ব্যাটারীচালিত রিক্সা উচ্ছেদ অভিযানের ঘোষণাকে অভিনন্দন ও ২০ সেপ্টেম্বর প্রতিনিধি সভা সফল করার লক্ষে রিক্সা মালিক পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ।
জি এম নিউজ জি এম নিউজ
এডিটর প্যানেল

চট্টগ্রামে অবৈধ ব্যাটারী চালিত রিক্সা বন্ধের দাবিতে আগামী ২০সেপ্টেম্বর রবিবার বিকাল ৩ টা চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে প্রতিনিধি সভা সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগরী রিক্সা মালিক পরিষদের উদ্যোগে বিভিন্ন অঞ্চলের শাখার প্রতিনিধিদের সাথে এক প্রস্তুতি সভা গতকাল সকাল বেলা ১১ টায় পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি লায়ন মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, পরিষদের উপদেষ্টা ও বিশিষ্ট শ্রমিক নেতা নজরুল ইসলাম সরকার, উপদেষ্টা মোঃ আব্দুল কাদের, উপদেষ্টা বাবু টিটু মহাজন, মালিক পরিষদের নেতা মনির হোসেন, মনজুর আলম, কর্ণেল হাট শাখার নেতা মোঃ জিকু, আমবাগান শাখার নেতা মোঃ লিটন, লালখান বাজার শাখার নেতা মোহাম্মদ শাহজাহান কোম্পানী, শেরশাহ্ শাখার নেতা মোঃ আব্দুল করিম, টেক্সটাইল শাখার নেতা মুজিবুর রহমান চৌধুরী, রৌফাবাদ শাখার নেতা মোঃ খুরশিদ কোম্পানী, রাহাত্তার পুল শাখার নেতা মোঃ তসলিম প্রমুখ নেতৃবৃন্দ।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজনের অবৈধ ব্যাটারী চালিত রিক্সা উচ্ছেদ অভিযানের ঘোষণাকে অভিনন্দন জানিয়ে সভায় বক্তারা বলেন এ ঘোষণা সময়োপযোগী একটি পদক্ষেপ। অবৈধ ব্যাটারীচালিত রিক্সা উচ্ছেদ অভিযানের ঘোষণার মধ্যদিয়ে রিক্সা চালক মালিকদের আন্দোলনের প্রথম ধাপের বিজয় সূচিত হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর প্রতিনিধি সভা সফল করার মধ্যদিয়ে চূড়ান্ত বিজয় অর্জনের কর্মসূচি ঘোষণা করা হবে। বক্তারা আরও বলেন, না খেয়ে মরার চেয়ে রাজপথে জীবন দিয়ে হলেও ঐসমস্ত কুচক্রী মহলের ষড়যন্ত্র নৎসাত করে দিতে আমরা প্রস্তুত। রাজপথে আন্দোলন গড়ে তোলার মধ্যদিয়ে বিগত দিনের ঐ সমস্ত ভূইফোড় ষড়যন্ত্রকারী তথাকথিত নেতারা বিতাড়িত হয়েছে। তেমনিভাবে আগামী দিনেও আন্দোলন সংগ্রামের তীব্রতায় তারা পালানোর পথ খুঁজে পাবে না।