
# ঠাকুরগাঁও সদর উপজেলায় ১২ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
# সরেজমিনে যানা যায়, রোববার (১৩ সেপ্টেম্বর বিকেলে ওই শিশু পার্শ্ববর্তী পুকুরে মাছ আনতে যাওয়ার সময় পথিমধ্য রাজাগাঁও ইউনিয়নের চাঁপাতী পাইক পাড়া গ্রামের মাজ্জেদ আলীর ছেলে শামীম হোসেন (২৬) দিন মজুর জহিরুলের ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে।
# মেয়েটি ইজ্জত রক্ষার চেষ্টা করে তার মাথায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। এতে শামীমের মাথা ফেটে যায়। পরে এলাকাবাসী মেয়েটিকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা হাসপাতালে ভর্তি করে।
# এলাকাবাসীর সূত্রে জানা যায়, শামীম একজন হত্যা মামলার আসামি। তিনি এলাকায় প্রকাশ্যে ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্যের ব্যবসা করে।
# রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন রায় বলেন, শামীমের নামে ধর্ষণের একটি মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।