ইডেন কলেজ ছাত্রী মেঘার মৃত্যু ঘটনায় তিন আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০ | আপডেট: ২:৫৭:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০

ঝালকাঠির মেয়ে ইডেন কলেজ ছাত্রী আলোচিত সায়মা কালাম মেঘার মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত মাহিবী হাসানসহ তিন আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। একই সাথে আসামীদের অব্যহতির আবেদন না মঞ্জুর করেন আদালত। ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৭ এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহার গত ৯ সেপ্টেম্বর তিন আসামী মাহিবী হাসান, তাঁর মা সেলিনা নাফিস ও বোন নওরিন বন্যার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ১০ অক্টোবর থেকে সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য্য করেন। বাদি পক্ষের আইনজীবী মকবুল হোসেন জানান সাক্ষীদের ১৬১ ধারায় জবানবন্দি, ভিকটিমের স্যুইসাইড নোট, সুরতহাল, ভিসারা রিপোর্ট পর্যালোচনা করে এই অভিযোগ গঠন করা হয়।
ঝালকাঠি শহরের পূর্ব চাদকাঠি এলাকার আবুল কালামের মেয়ে সায়মা কালাম মেঘার সাথে ঝালকাঠি শহরের বিআইপি সড়কের মৃত নফিস উদ্দিনের ছেলে মাহিবী হাসানের প্রেম প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। মেঘাকে বিবাহের প্রস্তাব মাহিবী অস্বীকার করায় গত ২১ এপ্রিল ২০১৯ তারিখ বিকেল ৫টায় সায়মা কালাম মেঘা ঢাকার ধানমন্ডির একটি ভাড়া বাসায় মাহিবীর সাথে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করে। এ ব্যাপারে মেঘার মা রুবিনা বেগম বাদী হয়ে ৩ জনকে আসামী করে ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করে। আদালতের নির্দেশে পিবিআই তদন্ত করে গত ২০/০৯/২০১৯ তারিখ আদালতে প্রতিবেদন দাখিল করে। আসামীরা আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত প্রধান আসামী মাহিবী হাসানকে কারাগারে পাঠিয়ে অপর দুজনের জামিন মঞ্জুর করেন। দীর্ঘ ছয় মাস পর মাহিবী জামিন লাভ করেন।

Print Friendly, PDF & Email