ইত্তেফাক সাংবাদিকের মৃত মা’কে অশালিন ভাষায় গালিগালাজ

আল নোমান আল নোমান

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০ | আপডেট: ১২:৪৫:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০

আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাকের আমতলী সংবাদদাতা এ্যাডভোকেট শাহাবুদ্দিন পাননার মৃত মা’কে হলদিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃধা অশালিন ভাষায় গালিগালাজ করায় আমতলীতে নিন্দা ও ক্ষোভের ঝড় বইছে। ইতিমধ্যে আমতলী প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন লিখিতভাবে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
জানা গেছে, হলদিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃধা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি কলেজ প্রতিষ্ঠার জন্য জনৈক মালেকের জমি দখল নিয়ে ফোনে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং গালিগালাজের এক পর্যায়ে মালেকের আইনজীবী চাওড়ার সাবেক চেয়ারম্যান এ্যাড মো মহসীনকে এবং তার মৃত মা’কেও অশালিন ভাষায় গালিগালাজ করে।
এ্যাডভোকেট মহসীন আমতলীর ইত্তেফাক সংবাদদাতা এ্যাডভোকেট শাহাবুদ্দিন পাননার বড় ভাই। তাদের মা প্রায় ২৫ বছর আগে প্রয়াত হন ।
গতকাল সোশ্যাল মিডিয়ায় এই ফোনালাপটি ভাইরাল হলে আমতলীর বিভিন্ন পর্যায়ের মানুষ তীব্র ক্ষোভে ফেটে পড়েন। তারা এসব জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের লাগাম টেনে ধরার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এবং দলীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন।

Print Friendly, PDF & Email