পঞ্চগড়ে ধর্ষক আইনজীবী হাবিবের বিচার দাবিতে মানববন্ধন

জি এম নিউজ জি এম নিউজ

এডিটর প্যানেল

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০ | আপডেট: ১২:৫০:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০

মোঃ সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি:

জেলার আটোয়ারী উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক আইনজীবী হাবিবুর রহমানের বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় আটোয়ারী উপজেলা পরিষদের সামনে আটোয়ারী-পঞ্চগড় সড়কে আটোয়ারীবাসীর আয়োজন ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়।মানববন্ধনে আটোয়ারী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোজ রায় হিরু, সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র ঘোষ ভানু, বড়শিংগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, আটোয়ারী উপজেলা বণিক সমিতির সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ, ওই স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা ও পরিবার পরিজনসহ উপজেলার সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।এসময় মানববন্ধনে বক্তারা ধর্ষণের অভিযোগে আটক আইনজীবী হাবিবুর রহমানের বিচার ও ফাঁসির দাবি জানান।উল্লেখ্য, ধর্ষণের অভিযোগে আটক আইনজীবী হাবিবুর ওই স্কুল ছাত্রীর বাবার সাথে আর্থিক লেনদেন থাকায় প্রায়ই তিনি তাদের বাড়িতে যেতেন। এ সুবাদে ওই স্কুলছাত্রীর সাথে তার পরিচয়। গত বৃহস্পতিবার ওই স্কুলছাত্রী তার নানার বাড়ি বেড়াতে যায়।

 

এ সময় আইনজীবী হাবিব ওই স্কুলছাত্রীকে বলে তার বাবা বাজারে অপেক্ষা করছে, এমন কথা বলে শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কৌশলে ডেকে নিয়ে আটোয়ারী উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ মোড় এলাকায় সুশীলের বাড়িতে নিয়ে ধর্ষণ করে।এ সময় ওই স্কুলছাত্রীর চিৎকারে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে।

আর অভিযুক্ত আইনজীবী হাবিবুর রহমানকে হাতেনাতে ধরে ফেলে। পরে আটোয়ারী থানা পুলিশকে খবর দেন এলাকাবাসী। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে শুক্রবার রাতে আটোয়ারী থানায় আইনজীবী হাবিবকে প্রধান আসামি করে ৩ জনের নামে একটি ধর্ষণ ও অপহরণ মামলা দায়ের করে।

Print Friendly, PDF & Email