লেগুনার ভাড়া নিয়ে তর্ক করায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২০ | আপডেট: ৩:০০:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২০

ঝালকাঠিতে লেগুনার ভাড়া নিয়ে বাকবিতন্ডায় এক বৃদ্ধকে রোহার রড দিয়ে পিটিয়ে হত্যা এবং একজনকে গুরুতর আহত করা হয়েছে। নিহত নূরুল ইসলাম নূরু(৫৮) অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। ঝালকাঠি সদও উপজেলার কির্ত্তীপাশা ইউনিয়নের বেশাইনখানে বৃহষ্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
বৃহষ্পতিবার রাতে ঝালকাঠি থেকে কির্ত্তিপাশা হয়ে বেশাইনখান পর্যন্ত চলাচলকারি একটি লেগুনার যাত্রী হয়েছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত নূরুল ইসলাম নূরু ও তার ভাই। বেশাইনখান ষ্ট্যান্ডে নেমে ভাড়া দিতে গেলে অতিরিক্ত ভাড়া দাবী করেন চালক রনি(২৮)। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চালক রনি গাড়িতে থাকা রোহার রড দিয়ে বৃদ্ধ নূরুল ইসলাম নুরু ওরফে নূরু পুলিশকে অঘাত করলে সে মারাত্মকভাবে জখম হওয়ায় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এত তার সাথে থাকা ভাই ড্রাইভার রনির সাথে ধস্তাধস্তি করলে তাকেও পিটিয়ে আহত করা হয়। তাদেও বাড়ি ঝালকাঠির সীমান্তবর্তী পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার পূর্ব জৌশার গ্রামে।
ঝালকাঠি সদও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান জানান, বেশাইন ম্যাজিক ষ্ট্যান্ডে ভাড়া নিয়ে তর্কে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে খবর পেয়েছি। যেহেতু ওটা প্রত্যন্ত এলাকার ঝালকাঠি-স্বরূপকাঠির সীমান্তে এবং নিহতের বাড়িও স্বরূফকাঠি হওয়ায় পুলিশ ঘটনাস্থলে পৌছানোর আগেই স্বজনরা তাদেও নিজ বাড়িতে নিয়ে যায়। অভিযোগ পেলে পরবর্তি আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email