বাবুগঞ্জে আইন- শৃঙ্খলা সভায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে জোড় তাগিদ

আরিফ হোসেন আরিফ হোসেন

বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২০ | আপডেট: ৬:০২:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২০

অারিফ হোসেন, বাবুগঞ্জ( বরিশাল) প্রতিনিধি :

বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের মাসিক অাইন-শৃঙ্খলা সভায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে জোড় তাগিদ দেওয়া হয়েছে। বৃৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ অামীনুল ইসলাম’র সভাপতিত্বে উপজেলায় বিরাজমান অাইন- শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, ভাইস চেয়ারম্যান ইকবাল অাহম্মেদ অাজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান অানিচুর রহমান সবুজ, রহমতপুুর ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুুদ, জাহাাঙ্গীর নগর ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম তারেক, কেদারপুর ইউপি চেয়ারম্যান নুরে অালম বেপারি, বাবুগঞ্জ থানার ওসি তদন্ত মানবিন্দ্র বালো, এয়ারপোর্ট থানার ওসির প্রতিনিধি সহ উপজেল পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্ধ।

এসময় বক্তারা বিশেষ করে উপজেলা পরিষদ এরিয়াসহ বিভিন্ন স্পটে দিনে রাতে মাদক সেবিদের অানাগোনা বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে বলে উল্লেখ করে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ প্রশানকে তাগিদ দেয়। #

Print Friendly, PDF & Email