মুজিববর্ষে ঝালকাঠি জেলা পুলিশের মৎস্য পোনা অবমুক্ত
মোঃ শাহাদাত হোসেন মনু মোঃ শাহাদাত হোসেন মনু
সিনিয়র সাংবাদিক

মুজিববর্ষ উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার দুপুর ১২ টায় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল্লাহ, কাজী ছোয়াইব, মাহ্মুদ হাসান, গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক ইকবাল বাহার খান, সদর থানা ওসি মোঃ খলিলুর রহমান, শহর পুলিশ পরিদর্শক আল মামুন, হাবিবুর রহমান, পুলিশ লাইনের আবাসিক পরিদর্শক মোফাজ্জেল হোসেনসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা।
অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল্লাহ জানান, তিন ইঞ্চি সাইজের ৩০ কেজি রুই, কাতল, মৃগেল ও পুটি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। পুলিশ লাইন পুকুরে মুজিববর্ষ উপলক্ষে এ পোনা অবমুক্ত করা হয়।