৪০ দিন পর অপহৃত যুবতী উদ্ধার,গ্রেফতার – ১

নাজমুল হক নাজমুল হক

ব্যাবস্থাপনা সম্পাদক

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০ | আপডেট: ৯:১২:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০

মাদারীপুরের কালকিনি থেকে ৪০ দিন পরে অপহৃত যুবতী উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করেছে র‍্যাব।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-৮ জানায়, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে বুধবার রাতে মাদারীপুর জেলার কালকিনি থানার সাহেবরামপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত যুবতীসহ অপহরণকারীকে গ্রেফতার করে।

ঘটনার বিবরণে জানা যায় গত ২২ জুলাই ২০২০ তারিখ আসামী আল আমিন ভূক্তভোগী যুবতীকে অপহরণ করে। এই ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে ঢাকা, চকবাজার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন (চকবাজার মডেল থানার মামলা নং -৪৯ তারিখ ২৩/০৭/২০২০ ইং ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/০৩) এর ৭/৩০) এবং উক্ত অভিযুক্তকে গ্রেফতার ও অপহৃত যুবতীকে উদ্ধারের জন্য র‌্যাবের সহযোগীতা কামনা করে। তার প্রেক্ষিতে র‍্যাব অভিযান পরিচালনা করে অপহরণকারী মোঃ আল আমিন,(অরণ্য)(২০)কে সাহেবরামপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করে ও অপহৃত ভিকটিমকে উদ্ধার করেন। আটককৃত আসামী এবং উদ্ধারকৃত ভিকটিমকে মাদারীপুর জেলার কালকিনি থানায় হস্তান্তর করা হয়।

Print Friendly, PDF & Email