মাদারীপুরে রোহিঙ্গা যুবক আটক

নাজমুল হক নাজমুল হক

ব্যাবস্থাপনা সম্পাদক

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০ | আপডেট: ৮:২৭:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০

স্টাফ রিপোর্টারঃ

মাদারীপুরে মাছুম আহম্মেদ নামে ৩০ বছর বয়সী এক রোহিঙ্গা যুবক ভুয়া আইডি কার্ডসহ আটক হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর সদর হাসপাতাল থেকে তাকে আটক করে পুলিশে সোর্পদ করে হাসপাতাল কতৃপক্ষ । তার বাবার নাম জয়নাল আবেদীন। এ সময় মাছুমের কাছ থেকে ভুয়া একটি ন্যাশনাল আইডি কার্ড জব্দ করা হয়। যার ঠিকানা দেয়া আছে সিলেট জেলার কানাইঘাট আগফৌদ নারাইনপুর।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ আব্দুল হান্নান জানান, সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসে মাছুম নামের ওই ব্যক্তি। হাসপাতাল কর্তৃপক্ষ তার কথাবার্তা শুন সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে মাছুমকে থানায় নিয়ে আসে। সে মিয়ানমার থেকে অনেক বছর আগে বাংলাদেশে প্রবেশ করে। পরে সিলেট জেলার এক দালালের মাধ্যমে ভুয়া ন্যাশনাল আইডি কার্ড তৈরি করে। আইনী প্রক্রিয়া শেষে থানা পুলিশের মাধ্যমে মাছুমকে রোহিঙ্গা ক্যাম্পে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

জিএম/নাজমুল

Print Friendly, PDF & Email