
# অ’বৈধ স্থাপনা উচ্ছেদে অ’ভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
# বুধবার (২ সেপ্টেম্বর) হযরত শাহ’জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোলচত্বরে পু’লিশ বক্সের কাছে অ’বৈধ স্থাপনা উচ্ছেদে অ’ভিযান পরিচালিত হয়। অ’ভিযানে ডিএনসিসির অঞ্চল-৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মক’র্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ নেতৃত্ব দেন। এ সময় পু’লিশ বক্সের কাছে একটি বিশাল অ’বৈধ বিলবোর্ড এবং অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হয়।
# উচ্ছেদ অ’ভিযান চলাকালে মেয়র আতিকুল ইস’লাম বলেন, যত ক্ষমতাধরই হোক না কেন আমি কাউকে ছাড় দেব না। অনেকেই আমাকে চ্যালেঞ্জ দিয়েছেন, বিলবোর্ড অ’পসারণ করতে পারবো না। আমিও চ্যালেঞ্জ গ্রহণ করেছি, দেখি কে বাধা দেয়। আমি সব অ’বৈধ বিলবোর্ড অ’পসারণ করব। এর মধ্য দিয়ে নগরবাসীর কাছে একটা বার্তা দিতে চাই, কেউ অ’বৈধ বিলবোর্ডের ব্যবসা করতে পারবে না। এই শহর সবার, সবাইকে শহরের প্রতি ভালোবাসা দেখাতে হবে। অনেকে এ ধরনের অ’বৈধ বিলবোর্ড দিয়ে রাজনৈতিক পরিচয় দিচ্ছেন, যা মোটেও কাম্য নয়। আম’রা নিজের প্রচার করব, তবে শহরকে ক্ষতি করে নয়। শহরকে ক্ষতি করে নিজেকে প্রতিষ্ঠিত করব না।
# তিনি আরও বলেন, বিমানবন্দর থেকে বের হলেই কুৎসিত এ বিলবোর্ডটি দেখা যায়। এরকম কুৎসিত বিলবোর্ড এখানে মোটেও কাম্য নয়। এই বিলবোর্ডটি ১৬ বছর ধরে এখানে অ’বৈধভাবে আছে। শহরে কোনো অ’বৈধ বিলবোর্ড থাকতে পারবে না। বিদেশিরা বিমানবন্দর থেকে নেমেই এই বিলবোর্ড দেখে বাংলাদেশ স’ম্পর্কে এবং ঢাকা শহর স’ম্পর্কে বিরূপ মন্তব্য করেন। আম’রা কোনো ধরনের অ’বৈধ বিলবোর্ড এই শহরে দেখতে চাই না। তারই অংশ হিসেবে আজ এই অ’পসারণ কার্যক্রম। পর্যায়ক্রমে সবগুলো অ’বৈধ বিলবোর্ড নামানো হবে।
# অ’বৈধ স্থাপনা উচ্ছেদ অ’ভিযানে অন্যান্যের মধ্যে ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আনিছুর রহমান নাঈম, ১৭ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর জাকিয়া সুলতানা উপস্থিত ছিলেন।