ঝালকাঠিতে আরকেএফ’র বৃক্ষরোপন কর্মসূচী শুরু

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০ | আপডেট: ৫:৫০:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০

“সচেতনতার হাত বাড়িয়ে ঘুমন্ত চক্ষুকে জাগিয়ে করি নব প্রজন্মের জন্য এক সবুজায়নের আহ্বান” প্রতিপাদ্য বিষয়ে ঝালকাঠিতে বৃক্ষ রোপণ কর্মসূচী শুরু করেছে রক্ত কণিকা ফাউন্ডেশন (আরকেএফ)। এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় সরকারী উচ্চ বিদ্যালয় ও সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বিভিন্ন প্রজাতির ফলদ ও ঔষধী গাছ রোপণ করা হয়। এ সময় সংগঠনের উপদেষ্টা ব্যবসায়ী আমিনুল ইসলাম লিটন, শফিকুল ইসলাম টিটু, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল আলম কবীর, উপদেষ্টা মোঃ আতিকুর রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি আশিক লিটন, আরকেএফ সদস্য এমআই মারুফ, লুৎফুন্নাহার ঐশীসহ সদস্য ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা সভাপতি আশিক লিটন জানান, সবুজ বাংলাদেশ গড়ার লক্ষে রক্ত কণিকা ফাউন্ডেশন (আরকেএফ) বৃক্ষ রোপণ কর্মসূচী শুরু করেছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠান ও উপাসনালয়ের চত্ত¡রে বৃক্ষরোপন করা হবে।

Print Friendly, PDF & Email