
বাবুগঞ্জ প্রতিনিধি: ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে অাওয়ামীলীগ নেতা কর্মীদের সংগঠিত হয়ে শক্তিশালী হতে হবে। তৃনমূল থেকে যড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে। ৭৫এর ঘাতকদের বিশ্বাস করায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতি হারিয়েছে। তেমনি অাওয়ামীলীগের মধ্যেই বিএনপি-জামায়াতের এজেন্টরা ঘাপটি মেরে অাছে। এদেরকে চিহৃত করে এখনই বয়কট না করলে দলের তথা দেশের ক্ষতি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃনমুল সংগঠিত করার বিকল্প নাই “।
বাবুগঞ্জর জাহাঙ্গীর নগর ইউনিয়নের ২নং ওয়ার্ড কতৃক জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর হত্যা প্রতিবাদে অায়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম খালেদ হোসেন স্বপন এসব কথা বলেন।
শনিবার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ২ নং ওয়ার্ড অাওয়ামীলীগের কার্যালয়ে ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি ইউসুফ খান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এম অার বাদল বিশ্বাস’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জাহাঙ্গীর নগর ইউনিয়ন চেয়ারম্যান এসএম তারিকুল ইসলাম তারেক, কেদারপুর ইউনিয়ন চেয়ারম্যান নুরে অালম বেপারি, উপজেলা অাওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার কামাল হোসেন, অাওয়ামীলীগ নেতা জাকির হোসেন অানিচ মোল্লা, ইউনিয়ন অাওয়ামীলীগের সহ সভাপতি নান্না অাকন, ইউপি সদস্য ফরিদা ইয়াসমিন, মোঃ নয়ন, ওয়ার্ড অাওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ অালা উদ্দিন, অাওয়ামী নেতা রহিম প্যাদা, যুবলীগ নেতা নাদিম অাল হেলাল, ছাত্রলীগ নেতা মাসুদ রানা, সাগর হোসেন, রিয়াদ, মোঃ হাচান প্রমুখ।
সভা শেষে ১৫ অগাষ্টে ঘাতকের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অাব্দুর রব সেরনিয়াবাদের পরিবারের নিহত সকল সহিদদের অাত্মার মাগফিরত জানিয়ে দোয়া মোনাজাত করা হয়।