
আহাম্মেদ সাব্বির রোমিও, বিনোদন প্রতিবেদকঃ এবার মুক্তি পেতে যাচ্ছে মডেল অভিনেত্রী শিখা খানের নতুন মিউজিক্যাল ফিল্ম ” নয়াবাড়ি”।
তরুণ প্রতিশ্রুতিশীল মডেল-অভিনেত্রী শিখা খান অভিনয় করেছেন সাখাওয়াত মিঠুর পরিচালনায় সাগর তালুকদারের মিউজিক্যাল ফিল্ম “নয়া বাড়ি”। এক ছুটে চলা উৎফুল্ল পাহাড়ী কন্যার প্রেমের কাহিনী নিয়েই নির্মিত হয়েছে এই মিউজিক্যাল ফিল্মটি। চলতি মাসেই পুবাইলে এই মিউজিক্যাল ফিল্মের চিত্রধারণের কাজ শেষ হয়েছে। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ শুভ।
বাংলাদেশের অতিরিক্ত আগ্রহ এবং ভালোবাসার যে চিত্রটি দৃশ্যমান তা হলো পাহাড়ীমেয়ের জীবনচিত্র। ‘নয়াবাড়ি‘ মিউজিক্যল ফিল্মে মূল চরিত্রে অভিনয় করেছেন শিল্পী সাগর তালুকদার ও শিখা খান।
মডেল শিখা খান জানিয়েছেন, “পাহাড়ী জীবন সবারই খুব পছন্দের। আমার এই কাজ গ্রাম ও পাহাড়ী জীবনকে কেন্দ্র করে। আশা করি নয়াবাড়ি গানটির মিউজিক ভিডিও সবার ভালো লাগবে এবং সবাই পছন্দ করবে।”
অপর দিকে, পরিচালক সাকাওয়াত মিঠু জানিয়েছেন, ‘বর্তমানে “নয়াবাড়ি” মিউজিক্যাল ফিল্মের কালার গ্রেডিং এর কাজ চলছে। আশা করি কাজটি খুব দ্রুতই রিলিজ দিতে পারবো।’