
তপেজ খা,
মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের (ইউপি)সদস্য খবির খানের বিরুদ্ধে সরকারি টিউবওয়েল বিক্রি করার অভিযোগ উঠেছে।
সরেজমিন ও এলাকাবাসীর তথ্য অনুযায়ী জানা গেছে, এ ঘটনাটি গত ২২ আগস্ট ঘটেছে । এলাকাবাসী আরো বলেন, সান্টু বয়াতীর স্ত্রী পপি বেগমের কাছ থেকে ইউপি সদস্য খবির হোসেন ৪০,০০০ হাজার টাকা নিয়ে একটি সরকারি টিউবওয়েল বিক্রি করে দিয়েছেন ।এঘটনায় বৃহস্পতিবার এলাকায় তোলপার শুরু হয় ।
এলাকার স্থানিয় সেলিম বেপারী ও শহিদুল হাওলাদার বলেন, মেম্বার খবির খার কাছে জানতে চাইলাম যে আমাদের একটি টিউবওয়েল দেওয়া যাবে কি না? পপি বেগমকে একটি টিউবওয়েল দিয়েছেন। এর জবাবে ওই ইউপি সদস্য বলেন, পপি বেগম টিউবওয়েলটি সরকারের কাছ থেকে ৪০,০০০ হাজার টাকা দিয়ে কিনেছে ।
তবে এলাকাবাসীর কাছে চল্লিশ হাজার টাকার কথা বললেও সাংবাদিকদের বললেন ভিন্ন কথা। ইউপি সদস্য বলেন, আমি তার কাছ থেকে শুধু সরকারী ফি নিয়ে টিউবওয়েল দিয়েছি।
এলাকার দেলোয়ারা বেগম বলেন, সে আমাদের গরিবের ভোট পেয়ে নির্বাচিত হয়েছে আর সে না কি আজ আমাদের সাথে বেইমানি করলো। যার টাকা আছে সে পায় সরকারী টিউবওয়েল।
এব্যাপারে ইউপি প্যানেল চেয়ারম্যান আনোয়ার মোল্লার সাথে কথা বলতে গেলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
জিএম/হক