করোনায় ঝালকাঠি পৌরসভার সাবেক প্যানেল মেয়রের মৃত্যু

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২০ | আপডেট: ৬:১৬:অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২০

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ঝালকাঠি পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র এবং জেলা বিএনপির সহ সভাপতি ও জেলা কৃষকদলের সভাপতি রুস্তম আলী চাষী। বৃহষ্পতিবার বিকেল ৩ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এরহুমের জেষ্ঠ্য পুত্র শাহ আলম খলিফা জানান, কয়েকদিন আগ থেকেই রুস্তম আলী চাষীর শরীওে করোনা উপসর্গ ছিলো। ঝালকাঠি সদর হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে নমুনা পরীক্ষা করালে রিপোর্ট পজেটিভ আসে। বৃহষ্পতিবার দুপুরে নিজ বাসায় প্রচন্ড শ্বাস কষ্ট শুরু হলে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে বিকেল ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Print Friendly, PDF & Email