রাজাপুর সাংবাদিক ক্লাবের সদস্যদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা

প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০২০ | আপডেট: ১০:৪৭:পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০২০

ঝালকাঠির রাজাপুরের পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘রাজাপুর সাংবাদিক ক্লাব’র সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছেন রাজাপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম। মঙ্গলবার বিকেলে সংগঠনের সভাকক্ষে প্রতিষ্ঠাতা সভাপতি ইনডিপেন্ডেন্ট টেলিভিশন ও সমকালের সাংবাদিক রহিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ওসি মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ।
রাজাপুর সাংবাদিক ক্লা’বর সহ সভাপতি আলমগীর শরীফের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক আতিকুর রহমান, আহসান হাবিব রুবেল, মাহমুদুল হাসানসহ সংগঠনের সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মোঃ শহিদুল ইসলাম বলেন, মাদক, চুরি ডাকাতিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকসহ সকলের সহযোগীতা একান্ত প্রয়োজন। অপরাধ দমনে সকলকে তথ্য জানানোর অনুরোধ করেন তিনি।

Print Friendly, PDF & Email