এ বছর প্রাথমিক সমাপনী পরীক্ষা হচ্ছে না

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২০ | আপডেট: ৭:০২:অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২০

# করোনাভাইরাসের কারণে এ বছর পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষা হচ্ছে না। এ বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৫ আগস্ট, মঙ্গলবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।

# পরীক্ষার ভিত্তিতে যে বৃত্তি দেয়া হয় সেটিও দেয়া হবে না বলে আগেই আভাস দিয়েছিলেন প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী। সুতরাং বলা যায়, এ বছর বৃত্তিও দেয়া হচ্ছে না। নিজ নিজ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মূল্যায়নের নির্দেশ দেয়া হয়েছে।

# এদিকে স্কুল-কলেজে আরো ছুটি বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। করোনার পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায়, বর্তমান ছুটি শেষে এটি আরো বাড়ানো হতে পারে। নতুন করে আরো ১৫ দিন ছুটি বাড়ানো হতে পারে বলে জানা গেছে।

# প্রসঙ্গত, এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী-পিইসি ও ইবতেদিয়া পরীক্ষায় প্রায় ২৯ লাখ শিক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিলো। মহামারির কারণে গত ১৭ মার্চ থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে।

Print Friendly, PDF & Email