বাবুগঞ্জে ১৬তম ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস পালিত

আরিফ হোসেন আরিফ হোসেন

বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২০ | আপডেট: ৭:০৩:অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২০

বাবুগঞ্জ প্রতিনিধিঃ ২০০৪ সালে এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামীলীগ সন্ত্রাস বিরোধী সমাবেশে তৎকালিন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতার শেষ পর্যায়ে তাকে হত্যার উদ্দেশে গ্রেনেড হামলা চালানো হয়। শুক্রবার বিকালে গ্রেনেড হামলা দিবস উপলক্ষে বাবুগঞ্জ আওয়ামীলীগের উপজেলা কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোঃ শাহিনুল ইসলাম সিকদার। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চিশতি’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মৃধা মুহাঃ আক্তার উজ জামান মিলন, দপ্তর সম্পাদক পরিতোষ পাল, যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভু, চাঁদপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রভাষক ইসমাইল হোসেন, আওয়ামীলীগ নেতা মুজাম্মেল হক, যুবলীগ নেতা মনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা ওবায়দুল হক জুয়েল, সোলায়মান খান প্রমুখ।

পরে গ্রেনেড হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা ও বেঁচে যাওয়াদের জন্য দীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।

Print Friendly, PDF & Email