
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি\ বরিশালের আড়িয়াল খাঁ নদীর ভাঙনে বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের নতুন চর জাহাপুর ফসল রক্ষা বাঁধ ও কালু প্যাদার লঞ্চ ঘাট হুমকির মূখে পরায় ব্যপক ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে। রবিবার সরোজমিনে দেখা গেছে , জোয়ারের কারনে সৃষ্ট বন্যার পানি নামতে শুরু করায় প্রায় ৪ কিলোমিটার ফসল রক্ষা বাঁধে ভাঙন ধরেছে। এছাড়া বাবুগঞ্জ-ঢাকা রুটের কালু প্যাদার লঞ্চ ঘাটের কাছাকাছি আড়িয়াল খাঁ নদের ভাঙন চলে আসায় এ অঞ্চলের ঢাকাগামী যাত্রীরা চিন্তায় পরেছে। স্থানীয়রা জানায়, নতুন চর জাহাপুর ফসল রক্ষা বাঁধটি শিঘ্রই রক্ষা করা না হলে লাখ লাখ টাকার ফসলের ক্ষতি হবে। ফসলি জমি নদী গর্ভে বিলীন হলে প্রায় ২০০টি কৃষি নির্ভর পরিবার আয়ের একমাত্র অবলম্বন হারাবে।
এছাড়া লঞ্চ ঘাট নদী ভাঙনে গেলে এ অঞ্চলের ফসল সড়ক পথে ঢাকায় পৌছাতে লোকসানের কবলে পরবে বলে ধারনা করা হচ্ছে। জাহাঙ্গীর নগর ইউনিয়ন চেয়ারম্যান তারিকুল ইসলাম তারেক বলেন, ভাঙলের কবলে পরা গুরুত্বপূর্ণ স্পট দুটির কথা বরিশাল পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহন করা না হলে ইউনিয়নবাসির অপূরণীয় ক্ষতি হয়ে যাবে।
ছবির ক্যাপশ: বরিশালের বাবুগঞ্জ বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদীর ভাঙনে নতুন চর জাহাপুর ৪ কি.মি. ফসল রক্ষা বাঁধ হুমকির মুখে।