বরগুনার আমতলীতে জাতির জনকের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

আল নোমান আল নোমান

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২০ | আপডেট: ১২:৫০:পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২০

বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস শনিবার বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, কোরান খতম, দোয়া মোনাজাত, এতিম খানা ও হাসপাতালে বিশেষ খাবার বিতরন।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, ওসি মোঃ শাহ আলম হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ শাহজাহান কবির, উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, মোঃ শহীদুল ইসলাম মৃধা, মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার, হারুন অর রশিদ হাওলাদার প্রমুখ। এছাড়া উপজেলার প্রাথমিক, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজে জাতির জনকের শাহাদাত বার্ষিকী পালন করা হয়।

Print Friendly, PDF & Email