এক বছরে ‘১২৫১ ধর্ষণে’ নির্বাক খালেদা জিয়া জি এম নিউজ জি এম নিউজ বাংলার প্রতিচ্ছবি প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৮ | আপডেট: ৩:৪৬:অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৮ SHARES ২০১৭ সালে ধর্ষণের ওপর একটি নারী অধিকার সংগঠনের পরিসংখ্যান তুলে ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আইন-শৃঙ্খলার এমন ভয়াবহ বিপর্যয় ও নারী সম্ভ্রম লুণ্ঠনের ঘটনায় আমি নির্বাক। সোমবার বেলা ১১টার দিকে নিজের ফেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এক বার্তায় খালেদা জিয়া এ কথা বলেন। ‘বাংলাদেশ মহিলা পরিষদ’র পরিসংখ্যানের বরাত দিয়ে ওই বার্তায় খালদো জিয়া বলেন, ‘মহিলা পরিষদ বলছে, ২০১৭-এ ১২৫১ জন মা-বোন-শিশু ধর্ষিত হয়েছে, গ্যাং রেপড হয়েছে ২২৪ জন, ধর্ষণের পর হত্যার শিকার ৫৮ জন! আইন-শৃঙ্খলার এমন ভয়াবহ বিপর্যয় ও নারী সম্ভ্রম লুণ্ঠনের ঘটনায় আমি নির্বাক।’ বিএনপি প্রধান সরকারের বিরুদ্ধে নাগরিকের অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে বলেন, ‘জনগণের রক্তের টাকায় অনির্বাচিত মাথাভারী সরকার বাস্তবে অনবরত তাদের অধিকারকে পদদলিত করছে।’ খালেদা জিয়া বাংলা ভাষার পাশাপাশি ইংরেজিতে এ বিষয়ে টুইট করেন তার অ্যাকাউন্টে। SHARES আরও পড়ুন ছাত্রলীগ নেতার মারধরের ভিডিও ভাইরাল (ভিডিও) অষ্টগ্রামে ধর্ষণ মামলার ৬ আসামি আটক