বাবুগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে চমকপ্রদ শৃঙ্খলা দেখালেন ডিলার ফারুক!

আরিফ হোসেন আরিফ হোসেন

বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২০ | আপডেট: ৭:৩২:অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২০

বাবুগঞ্জ প্রতিনিধি: বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি মূল্যের চাল বিতরণে চমকপ্রদ শৃঙ্খলা দেখালেন ডিলার মোঃ ফারুক হোসেন। তিনি করোনা প্রতিরোধে সরকারের নেয়া পদক্ষেপ “সামাজিক দুরত্ব” বজায় রাখতে গোল চিহৃের মাধ্যমে শৃঙ্খলা বজায় রেখে চাল বিতরণ করেন। এসময় সবাইকে স্প্রে করে জীবানু মুক্ত করা হয়। এই নিয়ম মেনে প্রতিদিন এক একটি ওয়ার্ডের খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডধারীদের কাছে চাল বিতরণ করা হবে।
শনিবার খানপুরাস্থ ডিলার পয়েন্টে ট্যাগ অফিসার বিঅারডিবি’র এঅারডিও অাব্দুস সালাম হাওলাদারের উপস্থিতিতে চাল বিতরণকালে প্রশংসিত হন পরিবেশক ফারুক হোসেন।
এছাড়া উপজেলার বিভন্ন ডিলার পয়েন্টে বিশৃঙ্খলার মধ্যদিয়ে চাল বিতরণ করতে দেখা গেছে। যা করোনা বিস্তারের কারন হতে পারে।

Print Friendly, PDF & Email