অসহায়দের পাশে প্রযোজক ইকবাল

এ আল মামুন এ আল মামুন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২০ | আপডেট: ১২:২১:পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২০

বিনোদন ডেস্ক: বিশ্বজুড়ে নভেল করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ছে মানুষ। অন্য সব লড়াই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে করতে হলেও এ লড়াই একটু ভিন্ন রকম। ছোঁয়াচে এ রোগের বিস্তার ঠেকাতে হলে সামাজিক দুরত্বের বিকল্প নেই। তাই এ লড়াইয়ের একটাই স্লোগান ‘ঘরে থাকুন, নিরাপদে থাকুন’।

বিশ্বব্যাপী মহামারি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। বাংলাদেশেও দিনে দিনে এ মিছিল লম্বা হচ্ছে। করোনা সংক্রমণ থেকে বাঁচতে সবাই এখন ঘরে অবস্থান করছেন৷ কারো কারো বাসায় প্রয়োজনীয় খাদ্যদ্রব্য শেষ হয়ে গিয়েছে। এমন নিম্নআয়ের মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন চলচ্চিত্র প্রযোজক মোহাম্মদ ইকবাল। বৃহস্পতিবার আজিমপুর নিম্নআয়ের মানুষদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিয়েছেন।

ইকবাল বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ চারদিকে ক্রমেই ছড়িয়ে পড়ছে। এই রোগ প্রতিরোধে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পুরো বিশ্ব। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। যার যার জায়গা থেকে করোনা ভাইরাস প্রতিরোধ করতে হবে। আমি মনে করি, এখন সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত।

Print Friendly, PDF & Email