বিভিন্ন স্থান থেকে ফিরছে মানুষ,নারায়ণগঞ্জ থেকে আসা ১০৯ জনকে আটক: আমতলীতে আতংক

আল নোমান আল নোমান

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০ | আপডেট: ১০:৪৬:অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০

বুধবাররাত ৯ টায় নারায়ণগঞ্জ থেকে আমতলীতে ট্রলারে আসা ১০৯ জনকে পুলিশ আমতলীর গাজীপুরে আটক করেছে। আমতলী থানার অফিসারে ইন চার্জ মো শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা নারায়ণগঞ্জের বিভিন্ন গার্মেন্টসএবং ইটের ভাটায় কাজ করত। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের কারনে লক ডাউন করে দিলে তারা পরিবার পরিজনসহ ট্রলার যোগে আমতলীতে নিজ নিজ বাড়িতে আসছিল। পুলিশ রাতেই তাদেরকে স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করে এবং স্বাস্থ্য বিভাগ তাদেরকে আমড়াগাছিয়া খানকায় সালেহিয়ায় প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টিনে প্রেরণ করে।

এদিকে দেশের বিভিন্ন স্থান লক ডাউনের কারনে থেকে খেটে খাওয়া মানুষ আমতলীর গ্রাম বাড়িতে ফিরে আসায় স্থানীয় মানুষদের মধ্যে আতংক বিরাজ করছে ।

Print Friendly, PDF & Email