ফোন পেলেই খাবার নিয়ে ছুটে যাচ্ছেন ছাত্রলীগ’র বায়েজিদ

নাজমুল হক নাজমুল হক

ব্যাবস্থাপনা সম্পাদক

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২০ | আপডেট: ৪:৫৬:অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২০

মাদারীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. বায়েজিদ হাওলাদার ফোন পেলেই ছুটে যাচ্ছেন বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী নিয়ে।
তার নিজ অর্থায়নে তিনি এ খাদ্যসামগ্রী বিতরণ করছেন। শুধু অসহায় পরিবারকেই নয় তিনি ছাত্রলীগের কর্মীদের মাঝেও সাত দিনের খাদ্যসামগ্রী বিতরণ করছেন।

বুধবার বায়েজিদ হাওলাদার বলেন, ‘আমি গত এক সপ্তাহ ধরে খাবার বিতরণ করছি। খাবার বিতরণের সময় জনসমাগম হয়ে যায়, এজন্য বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌছে দেই। এছাড়া অনেকেই ফোন দেয়, ফোন পেয়ে আমি ছুটে গিয়েছি তার বাড়িতে। আমার এ খাদ্য বিতরণ অব্যাহত থাকবে।

জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক বলেন, মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ’র অনুপ্ররনায় বায়েজিদ হাওলাদার ফোন পেলেই বিভিন্ন এলাকায়, গরিব অসহায় ও ছাত্রলীগের কর্মীদের বাড়ি বাড়ি খাবার পৌছে দিচ্ছে।
দেশের যেকোন দুর্যোগময় সময় ছাত্রলীগ মানুষের পাশে ছিল, আছে ও থাকবে।

Print Friendly, PDF & Email