মাদারীপুরে নিরাপদ দুরত্ব বজায় রেখে খাদ্য দিলেন র‍্যাব-৮

নাজমুল হক নাজমুল হক

ব্যাবস্থাপনা সম্পাদক

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০ | আপডেট: ৪:২৬:অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০

সোহান খান, স্টাফ রিপোর্টার

মাদারীপুর র‍্যাব-৮ নিরাপদ দুরত্ব বজায় রেখে দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
শুক্রবার সকালে র‍্যাব-৮ এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার তাজুল ইসলামের নেতৃত্বে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচী শুরু হয়। এসময় চরমুগুরিয়া বাজার এলাকায়, শহরের পুরান বাজার কুলি শ্রমিকদের মাঝে, তরমুগুরিয়া বস্তি ও মস্তফাপুর বাজার এলাকায় নিরাপদ দুরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বস্তিতে থাকা মাসুমা সাংবাদিকদের বলেন, আজ আমার ঘরে খাবার ছিলো না, র‍্যাব এসে আমাদের খাবার দিলো এই খাবারে আমাদের ৫/৬ দিন চলে যাবে ।

অতিরিক্ত পুলিশ সুপার তাজুল ইসলাম বলেন, দেশের এই বর্তমান পরিস্থিতে বেশি খাদ্য সমস্যায় রয়েছে, নিন্ম আয়ের লোকজন। র‍্যাব-৮ এর পক্ষ থেকে আমরা এসব লোকদের খাদ্যসামগ্রী বিতরণ করছি। আমারা তরমুগুরিয়া স্কুলের পিছনে বেশ কিছু ঘড়ে খাবার পৌছে দিয়েছে। বিতরণ তালিকায় ছিলো, চাল ৫ কেজি, চিরা ১ কেজি, ডাল ১ কেজি , তেল ১ লিটার, মুড়ি ২ কেজি, আলু২ কেজি, সাবান ২টা, খাবার স্যালাইন ৫ প্যাকেট, গ্লুকোজ ১ প্যাকেট, ব্লিসিন পাউডার, মাক্সসহ বিভিন্ন উপকরণ। তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা রক্ষাসহ খাবার বিতরণ আমাদের চলমান থাকবে। এসময় তিনি সকলকে সচেতন থাকায় আহবান জানান।

জিএম/নাজমুল

Print Friendly, PDF & Email