দূর্ণীতির খবর প্রকাশ করায় সাংবাদিক পেটালেন ইউপি চেয়ারম্যান

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০ | আপডেট: ১০:২৪:অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০

সরকারি ত্রাণের চাল বিতরণে অনিয়ম দূর্ণীতির খবর ফেইসবুকে প্রকাশ করায় ‘দৈনিক প্রতিদিনের সংবাদ’র হবিগঞ্জের নবিগঞ্জে প্রতিনিধি এবং উপজেলা সাংবাদিক ফোরাম’র সভাপতি সাংবাদিক শাহ সুলতান আহমেদকে দলবল নিয়ে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে আহত করেছেন ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুণ। বুধবার বিকেলে উপজেলার আউশকান্দিতে এ ঘটনা ঘটে। এ শাহ সুলতান আহমেদকে রক্ষা করতে গিয়ে এম মুজিবুর রহমান ও বুলবুল আহেমেদ নামে দুই সাংবাদিকও হামলার শিকার হন। আহত সাংবাদিক শাহ সুলতান আহমেদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠোনো হয়েছে।
স্থানীয় সাংবদিক সূত্রে জানা গেছে, অতি স¤প্রতি দরিদ্রদের মাঝে সরকারি ত্রাণের চাল বিতরণ করেন আউশকান্দি ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুণ। সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীতে প্রত্যেকের জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ থাকলেও প্রত্যেককে ৫ কেজি করে দেয়া হয়। এ সময় ভূক্তভোগীদের বক্তব্য সহ ত্রাণের চাল বিতরণে অনিয়মের চিত্র ফেইসবুক লাইভে তুলে ধরেন সাংবাদিক শাহ সুলতান আহমেদ। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার বিকেলে ২০/২৫ জন সহযোগী নিয়ে ‘দৈনিক প্রতিদিনের সংবাদ’র নবিগঞ্জ প্রতিনিধি সুলতান আহমেদ’র উপর হামলা চালান ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুণ। হামলার এক গর্যায়ে তাকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে রক্তাক্ত কওে সন্ত্রাসীরা। এ সময় তাকে বাচাঁতে এলে সাংবাদিক এম মুজিবুর রহমান ও বুলবুল আহেমেদকেও পেটায় দুর্বৃত্তরা।

Print Friendly, PDF & Email