তিনশত পরিবারকে খাদ্য দিলো সাগর

নাজমুল হক নাজমুল হক

ব্যাবস্থাপনা সম্পাদক

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০২০ | আপডেট: ১২:১০:পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০২০

মাদারীপুরে তিনশত পরিবারকে চাল,ডাল,তেল, আলুসহ খাদ্যসামগ্রী বিতরণ করলো সাগর তালুকদার নামে এক তরুণ ঠিকাদার ।
সোমবার সকালে মাদারীপুর শহরের বিসিক শিল্প এলাকায় সাগরের ব্যবসায়ী প্রতিষ্ঠানে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী পেয়ে দিনমজুর স্বপন কুমার, রিকশাচালক আলমগির ঢালী বলেন, সব মিলিয়ে আমরা একেকজনে দশ কেজি খাদ্যসামগ্রী পেয়েছি। আমরা অনেক খুশি, তার জন্য আমরা দোয়া করি।

সাগর তালুকদার জিএম নিউজ কে বলেন
মাদারীপুরকে করোনা সংক্রমণে অধিক ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষনা করা হয়েছে । নিত্যপ্রয়োজনিয় দোকান ছাড়া সবই বন্ধ রয়েছে, এতে সবচেয়ে বিপাকগ্রস্ত হয়ে পড়েছে লেবার, শ্রমিক ড্রাইভারসহ সল্প আয়ের লোকজন। আমার নিজের অর্থে আমি ৩০০ পরিবারের মাঝে খাবার বিতরণ করেছি।

Print Friendly, PDF & Email