
মাদারীপুরে করোনাভাইরাস সংক্রমণ রোধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় জনসমাগম নিয়োন্ত্রনে রয়েছে। খুব প্রয়োজন ছাড়া লোকজন বাসা থেকে বের হচ্ছে না।
রবিবার শহড়ের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, রাস্তা ঘাট একেবারেই ফাঁকা, প্রয়োজন ছাড়া লোকজন বের হচ্ছে না। পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) র্যাব সবাই তৎপর রয়েছে। বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছে।
মাদারীপুর র্যাব-৮ এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার তাজুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সব সময়ই কাজ করে যাচ্ছে। আমরা সকাল বিকাল শহরের বিভিন্ন স্থানে অভিযান করেছি। এছাড়াও আমরা শরিয়তপুর অভিযান করি। তবে সবাইকে সচেতন থাকতে হবে।