মাদারীপুরে করোনা সংক্রমণ রোধে পুলিশের বিভিন্ন কর্মসূচী

নাজমুল হক নাজমুল হক

ব্যাবস্থাপনা সম্পাদক

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০২০ | আপডেট: ১২:০১:পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০২০

মাদারীপুরে করোনাভাইরাস সংক্রমণ রোধে পুলিশ বিভিন্ন কর্মসূচী পালন করছেন।
শনিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) বদরুল আলম মোল্লার নেতৃত্বে সদর থানার অফিসার ইনচার্জ কামরুল মিঞাসহ পুলিশের একটি দল ও গোয়েন্দা পুলিশের (ডিবি) দল জণসচেতনের অংশ হিসাবে মাদারীপুর সদর হাসপাতল এলাকার ফার্মেসী, পুরাতন বাজার, চরমুগুরিয়া বাজার, মস্তফাপুর বাসস্ট্যান্ড ও মস্তফাপুর বাজারে নির্ধারিত দূরত্ব বজায় রেখে প্রতিটি দোকানের সামনে গোল চিহ্ন একে দেয়। নিত্যপ্রয়োজনীয় জিনিস ক্রয় করতে ক্রেতাদের এভাবে গোল চিহ্নি করে দেয়া হয়।

মাদারীপুর জেলা পুলিশ সুপার মাহাবুব হাসান জিএম নিউজকে বলেন, নিত্য প্রয়োজনীয় যেসব দোকান খোলা থাকে সেইসব দোকানে আমরা নিরাপত্তা বজায় রেখে গোল চিহ্ন একে দিয়েছি। সচেতন হয়ে মানুষ যদি তার দায়িত্বটুকু সঠিক ভাবে পালনকরে তাহলে কেউ তাদের বাজারে করতে বাঁধা দেবে না।
তবে অবশ্যই নিরাপদ দুরুত্ব বজায় রাখতে হবে। সবাইকে তিনি সচেতন ও আইন মেনে চলার আহবান জানান।

জিএম/নাজমুল

Print Friendly, PDF & Email