ঝালকাঠিতে বিদেশ ফেরত ১৫ জন হোম কোয়ারেন্টাইনে
মোঃ শাহাদাত হোসেন মনু মোঃ শাহাদাত হোসেন মনু
সিনিয়র সাংবাদিক

ঝালকাঠি জেলায় বিদেশ থেকে আসা ১৫ জনকে নিজেদের বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ১৪দিন হোম কোয়ারেন্টাইনে রাখা ৩জনকে ঝুকিমুক্ত ঘোষণা করে অবমুক্ত করা হয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকা রাজাপুরে ৩ জন, ঝালকাঠি সদর উপজেলায় ৯ জন এবং নলছিটিতে ৩জন।
ঝালকাঠি সিভিল সার্জন অফিস সূত্র জানায়, ঝালকাঠি সদর উপজেলায় লেবানন প্রবাস ফেরত ২জন, সৌদি প্রবাস ফেরত ২জন, ইতালি প্রবাস ফেরত ১জন ও স্পেন প্রবাস ফেরত ৪জন। রাজাপুরে নেদারল্যান্ড প্রবাস ফেরত ১জন, সিংগাপুরের প্রবাস ফেরত ২জন। নলছিটিতে লেবানন প্রবাস ফেরত ২ জন এবং সিংগাপুর প্রবাস ফেরত ১জন। প্রত্যেককে স্ব স্ব বাসভবনে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। প্রত্যেককেই ১৪দিন অবজারভেশন (পর্যবেক্ষণে) রাখা হয়েছে।
অপরদিকে ১৪দিন হোম কোয়ারেন্টাইনে পর্যবেক্ষণে রেখে ভাইরাস মুক্ত থাকায় ৩জনকে অবমুক্ত করা হয়েছে। ঝালকাঠি জেলা করোনাভাইরাস সম্পর্কিত কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ জানান, বিদেশ-ফেরত এসব ব্যক্তিকে জ্বর, কাশি, সর্দি, বুকে ব্যথাসহ কিছু কিছু লক্ষণ দেখে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। নিয়মিত তাদের স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে। তারা তাদের নিজ বাড়িতে ১৪ দিন বিশেষ পর্যাবেক্ষণে থাকবেন। আতঙ্কিত না হয়ে সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সচেতন হতে বলেছেন তিনি। এছাড়াও সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার জনসাধারণকে কিছুক্ষণ পর পর কমপক্ষেক্ষ ২০ সেকেন্ডেরও বেশি সময় ধরে হাত-পা ধুয়ে পরিস্কার রাখার পরামর্শ দেন। কোন ধরনের গুজবে কান না দেয়ার অনুরোধ জানিয়ে সকলকে সচেতন হবার আহŸান জানান সিভিল সার্জন। তিনি আরো জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে সদর হাসপাতালের দুটি কেবিনে চারটি বেড, রাজাপুর, কাঠালিয়া ও নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪টি করে বেড প্রস্তুত রাখা হয়েছে। তাদের চিকিৎসার জন্য একটি নির্দিষ্ট কর্নার রয়েছে।