চট্টগ্রামে গোয়েন্দা পুলিশ (বন্দর) বিভাগের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২
জি এম নিউজ জি এম নিউজ
বাংলার প্রতিচ্ছবি

চট্টগ্রাম ব্যুরোঃ
বন্দর নগরী চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন স্টেশন রোডস্থ রিয়াজ উদ্দিন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১০০০ পিস ইয়াবাসহ ২ জন’কে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগ।
গ্রেফতারকৃত ১) মোঃ কামাল উদ্দিন (৩৮),২) মোঃ সেলিম (৩৫ গতকাল ৫এ মার্চ বোর ৬টার দিকে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলমগীর এর নেতৃত্বে এস,আই,মোঃ জাহেদ পারভেজ তালুকদার, এস,আই,মোঃ জাহাঙ্গীর আলম সিকদার, এ এস,আই,মোঃ আঃ কাইয়ুম, এ এস,আই,মোঃ তাজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন স্টেশন রোডস্থ রিয়াজ উদ্দিন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১০০০ পিস ইয়াবাসহ মোঃ কামাল উদ্দিন (৩৮) ও মোঃ সেলিম (৩৫) নামীয় দুই জন’কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।