৭ম বগুড়া জেলা রোভার মুট ও ১ম কমডেকা’২০ উদ্বোধন বঙ্গবন্ধু’র সোনার বাংলার জন্য সৎ দক্ষ ও সুনাগরিক গড়তে রোভার স্কাউট এর বিকল্প নেই … জেলা প্রশাসক, বগুড়া
জি এম নিউজ জি এম নিউজ
বাংলার প্রতিচ্ছবি

আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধিঃ বগুড়া জেলা প্রশাসক ও জেলা রোভারের সভাপতি ফয়েজ আহাম্মদ বলেন, বঙ্গবন্ধু’র সোনার বাংলার জন্য সৎ, দক্ষ ও সুনাগরিক গড়তে রোভার স্কাউট এর বিকল্প নেই। তিনি বলেন, রোভার স্কাউট তরুণ ও যুব বয়সী ছেলে-মেয়েদের একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক, চরিত্র গঠন ও শিক্ষামূলক আন্দোলনের নাম। তিনি তরুন-তরুনীদের রোভার স্কাউট আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার গুরুত্বারোপ করেন। ২মার্চ ২০২০ সোমবার বাংলাদেশ স্কাউটস বগুড়া জেলা রোভারের ব্যবস্থাপনায় সারিয়াকান্দি কলেজ মাঠে ৭ম বগুড়া জেলা রোভার মুট ও ১ম কমডেকা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
মুট চীফ ও জেলা রোভারের কমিশনার সারিয়াকান্দি কলেজের অধ্যক্ষ সাইদুজ্জামানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বত্তব্য রাখেন জেলা রোভারের উপদেষ্টা ও সাবেক এমপি অধ্যক্ষ খাদিজা খানম শেফালী, সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মুনজিল আলী সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল মিয়া, বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের সাবেক অধ্যক্ষ প্রকৌশলী শাহাদৎ হোসেন এবং স্কাউট ব্যক্তিত্ব ফজলে রাব্বী এলটি। স্বাগত বক্তব্য রাখেন মুট সচিব ও জেলা রোভারের সম্পাদক এমদাদুল হক।
এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি প্রফেসর সিরাজুল ইসলাম, সহকারী কমিশনার অধ্যক্ষ শফিকুল ইসলাম, অধ্যক্ষ কামাল হোসেন, অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ এলটি, অধ্যক্ষ নিলুফ ইয়াছমিন এলটি, অধ্যক্ষ আব্দুল মালেক, অধ্যক্ষ রেজাউল আখলাক, কোষাধ্যক্ষ সৈয়দ মোস্তফা কামাল, যুগ্ম সম্পাদক আরিফুর রেজা, জেলা রোভার স্কাউট লিডার নুর উদ্দিন মোহাম্মদ আলমগীর, রোভার লিডার জহিরুল ইসলাম এএলটি, আবুল ইনকিলাব, আতিকুল আলম, আব্দুল আলিম, আলমগীর হাসান, মাহমুদুল্লাহ কাফী, হারুনুর রশিদ, বাবুল আখতার, মোকছেদ আলী, শফিকুল ইসলাম, শামীমা আখতার, কামরুন্নাহার কাকুলী, আকছাদুজ্জামান অতুল, আবুল খায়ের, রেজওয়ান, আরিফুল ইসলাম, স্বর্ণা প্রমূখ।
উল্লেখ্য যে, লেখাপড়ার পাশাপাশি অবসর সময়কে কাজে লাগিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মুক্তাঙ্গনে আনন্দদায়ক কার্যক্রমই হলো রোভার প্রোগ্রাম। মুট রোভার জীবনে একটি অত্যন্ত আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ মিলন মেলা। তারুণ্যের মনন গঠনে মুট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতি চার বছর পরপর রোভাররা জাতীয়, আঞ্চলিক, জেলা মুট ও কমডেকায় অংশ গ্রহণ করে থাকে। ২৯ ফেব্রুয়ারি হতে ০৬ মার্চ ২০২০ তারিখ পর্যন্ত সারিয়াকান্দি কলেজ মাঠে ৭ম বগুড়া জেলা রোভার মুট ও ১ম কমডেকা অনুষ্ঠিত হচ্ছে। এতে জেলার বিভিন্ন কলেজ-মাদ্রাসা হতে ৫০টি রোভার দল ও ১৬ গার্ল- ইন রোভার দল অংশ গ্রহণ করেছে।