পদবী ও বেতন গ্রেড উন্নতীকরণের দাবীতে জগন্নাথপুরে ৩ দিন ব্যাপী পূর্ণদিবস কর্মবিরতি পালিত

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২০ | আপডেট: ৬:৩১:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২০

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::

সরকারি কর্মচারীদের পদবী ও বেতর গ্রেড উন্নতী করণের দাবীতে সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ৩দিন ব্যাপি পূর্ণদিবস কর্মবিরতি পালিত হয়েছে। বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে সোমবার থেকে ৩দিন ব্যাপি পূর্ণদিবস কর্মবিরতি গতকাল বৃহস্পতিবার শেষ হয়।

মাঠ প্রশাসনের কর্মচারীদের পদবী ও বেতন গ্রেড উন্নতীকরণের দাবীতে পূর্ণ দিবস কর্মবিরতি চলাকালে উপজেলা প্রশাসনের ক্যাম্পাসে সরকারি কর্মচারীরা তাদের কর্মসূচি পালন করেন। কর্মবিরতিতে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সহকারি নুরুল হক, সহকারি ফয়ছল চৌধুরী, আবুল মনসুর, ভূমি অফিসের অফিস সহকারী মো. আলী হোসেন, মো. মিজানুর রহমান বক্তব্য রাখেন। তারা তাদের দাবীর যৌক্তিকতা তুলে ধরে অনতিবিলম্বে দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।

Print Friendly, PDF & Email